পাঁচ জেলায় আরও ৫৬ জনের মৃত্যু
পাঁচ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ২১, ময়মনসিংহে ১৫, চট্টগ্রামে ১০, কুষ্টিয়ায় ৯ ও চাঁদপুরে ৩ জন মারা যান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে ১৪ জন ও ২ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। আজ সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি বলেন, রামেকে মারা যাওয়া ২১ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁ ও পাবনার ৪ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং নাটোরের ১ জন মারা গেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৮১ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.০৯%।
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা যান। আজ হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফেরদৌস আলম (৩৫), আব্দুল কুদ্দুস (৮০), জরিনা বেগম (৩৫), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫), নেত্রকোনা সদরের রইসুদ্দিন (৬৫) ও টাঙ্গাইল সদরের খুকী বেগম (৭০)।
অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মিতু আক্তার (১৫), রোজিনা খাতুন (৬৫), গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০), লুতফা (৫০), হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০) ও নেত্রকোনা কেন্দুয়ার নার্গিস (৫০)।
তিনি আরও বলেন, আইসিইউতে ২১ জনসহ ৪১১ জন রোগী হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।by নতুন ভর্তি ৩১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৮৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
গত রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, সোমবার করোনায় মারা গিয়েছিলেন ১৩ জন, শনাক্ত হয়েছিলেন ৫০৭ জন।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬২৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ। সাতকানিয়ায় ৭, বাঁশখালীতে ৪, আনোয়ারায় ৬, চন্দনাইশে ১, পটিয়ায় ২১, বোয়ালখালীতে ৪, রাঙ্গুনিয়ায় ২৫, রাউজানে ৬৫, ফটিকছড়িতে ১০, হাটহাজারীতে ৮০, সীতাকু-ে ১৯, মিরসরাইয়ে ৯ এবং সন্দ্বীপে ১ জন আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৯০৭ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৭ হাজার ৮৯৪ জন। বাকি ২৪ হাজার ১৩ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৫ জন নগরের বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৩১ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৫১ জন।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল। এছাড়াও গতকাল সোমববার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলায় ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৬৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.০২ শতাংশ।
বর্তমানে হাসপাতালে ১৫৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৪১ জন উপসর্গ নিয়ে মোট ১৯৯ জন ভর্তি রয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন জানান।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে একদিনে ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৬১১টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩০.২৭%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। একই দিনে করোনায় মারা গেছেন ৩ জন।
সূত্র জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৪৪ ৩জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৯ জন।