আইনজীবী-চিকিৎসকসহ পেশাজীবীদের সঙ্গে বিএনপির বৈঠক

দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের সঙ্গে দুই পর্বে সিরিজ বৈঠক করেছে বিএনপি। এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে দলটির হাইকমান্ড। শুক্রবার ও শনিবার এ সভা হবে।

প্রথমদিন শুক্রবার আইনজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ারসহ ২০ পেশাজীবী সংগঠনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে বিএনপি। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলটির চলতি দপ্তরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।তিনি বলেন, শুক্রবার ও শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল সাড়ে তিনটা থেকে এ সভা শুরু হবে।দলীয় সূত্রে জানায়, টানা দুদিন অন্তত ৩২টি পেশাজীবী সংগঠনের নেতা, প্রতিনিধিরা মতবিনিময়ে অংশগ্রহণ করবেন।

এর আগে প্রথম দফায় ১৪-১৬ ও দ্বিতীয় দফায় ২১-২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য, জেলা ও মহানগরের সভাপতি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *