সরকার আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

সরকার আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশবাসী নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছে। দেশের কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান-উৎসবে এখন কোনো নিরাপত্তা নেই। সরকার তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতেই নানা ষড়যন্ত্র-চক্রান্তের বেড়াজাল নিরন্তরভাবে নির্মাণ করে যাচ্ছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপে উদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে পুজামণ্ডপে হামলা ও বুধবার রাতে চাঁদপুরে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশের গুলি বর্ষণে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, কোভিড-১৯ মহামারী মোকাবিলা করতে না পারা, আইনশৃঙ্খলার অবনতি, অসহনীয় বেকারত্ব, সরকারি দলের লোকদের ব্যাপক চাঁদাবাজি, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার, ক্ষমতাসীনদের নির্লজ্জ মিথ্যাচার ও কুৎসা রটানো, নাগরিকদের বাক-ব্যক্তি স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করে গণতন্ত্রকে মাটিচাপা দেয়াসহ দেশের নানাবিধ সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে সরিয়ে দিতেই সরকার কুমিল্লার দুর্গাপূজার মণ্ডপের বিতর্কিত ঘটনা ঘটিয়েছে। এটি সরকারের পরিকল্পিত চক্রান্ত।

তিনি বলেন, জনরোষে ভীত হয়ে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার এখন আরো বেশি মাত্রায় অপকর্মের আশ্রয় নিয়ে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে চলেছে। এদের কোনো গণভিত্তি নেই বলেই আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের দিয়ে বিপজ্জনক নীলনকশা বাস্তবায়ন করে যাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েই তারা ক্ষান্ত হচ্ছে না। বরং নতুন নতুন হিংস্র ঘটনার সৃষ্টি করে দেশবাসীর মধ্যে বিভেদ-বিভাজনের ভয়াবহ খেলায় মেতে উঠেছে। এতে তারা মানুষের জীবন কেড়ে নিতেও কোনো দ্বিধা করছে না। এই সরকার আগুন নিয়ে খেলছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কুমিল্লার ঘটনায় জনজীবনে শঙ্কা ও আতঙ্ক বিরাজ করছে। আমি এই সমস্ত অশুভ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে দেশবাসীকে সকল উস্কানির মুখে শান্ত থেকে নিজেদের ঐক্য ও সংহতি দৃঢ়ভাবে রক্ষা করার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *