গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে: হেলাল
প্রয়াত ছাত্রনেতা এস এম কামাল হোসেনকে জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সাহসী সৈনিক অভিহিত করে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, তার অকালে চলে যাওয়া দলের জন্য বিরাট শূন্যতা তৈরি করেছে। দেশের বর্তমান ভয়াবহ দুঃসময় ও কারারুদ্ধ অবস্থায় তার অভাব অনুভব করছেন নেতাকর্মীরা।
শনিবার খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সরকার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের কর্মীদের ওপর নির্যাতন নীপিড়ন অব্যাহত রেখেছে অভিযোগ করে আজিজুল বারী হেলাল বলেন, ৭২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের পর পুলিশী নির্যাতনে কামাল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। কামালকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে গণতান্ত্রিক আন্দোলনের বিজয় ছিনিয়ে আনতে হবে। আর সেজন্য ছাত্রদলের নেতাকর্মীদের ভেতর ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান।
খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহানগর ও জেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক খান আমিরুল ইসলাম আলিম ও মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা। প্রধান বক্তা ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন।