নরওয়েতে তীর-ধনুক নিয়ে আক্রমণ, হতহত ৭
নরওয়েতে এক লোক তীর-ধনুক নিয়ে আক্রমণ চালিয়ে পাঁচজনক হত্যা এবং আরো দু’জনকে আহত করেছে। নরওয়ের কংসবার্গ শহরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি কেন এমনটি করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয়ও প্রকাশ করা হয়নি।
লোকটি ২৮ হাজার লোকের ওই শহরে ঘুরে ঘুরে এই হামলা চালায়। হামলার ২০ মিনিটের মধ্যেই তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শহরটি রাজধানী ওসলো থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
সূত্র : আলজাজিরা