ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ খেলা হচ্ছে না নুরুলের

বাংলাদেশের আর বাকি খেলোয়াড়দের মতো উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসানেরও বিশ্বকাপটা তেমন ভালো যাচ্ছে না। এর পাশাপাশি নুরুলকে উল্টো ভোগাচ্ছে চোট সমস্যা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেও নুরুলের এই চোটই ছিল অন্যতম আলোচনার বিষয়।

আজ শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগেও একই যন্ত্রণায় আছেন নুরুল। বাংলাদেশ দলও। তলপেটের নিচের দিকে চোট পাওয়া নুরুলের আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। দলের সঙ্গে মাঠ যাচ্ছেন না তিনি।

তিন দিনের বিশ্রামে থাকছেন নুরুল। তাঁর জায়গায় আজ দলে ঢুকতে পারেন শামীম হোসেন।

দুবাই স্পোর্টস সিটির আইসিসি ক্রিকেট একাডেমিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনের সময় নুরুল ব্যথা পান পেসার তাসকিন আহমেদের বলে। তাসকিনের একটি বল এসে আঘাত করে তাঁর তলপেটের নিচের দিকে।

প্রথমে অবস্থা গুরুতর মনে হলেও পরে আবার কোনো সমস্যা ছাড়াই অনুশীলনে ব্যাটিং করেছিলেন নুরুল হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও খেলেছেন। টাইমাল মিলসের বলে উইকেটের পেছনে থাকা জস বাটলারের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৮ বল খেলে করেছিলেন ১৬ রান। পুরো ম্যাচ উইকেটকিপিংও করেছেন।

কিন্তু তাঁর চোট সেরে তো যায়নি! উল্টো আরও চিন্তার ভাঁজ বাড়িয়েছে বাংলাদেশের কপালে। গত রাতে নুরুলের ব্যথা আরও বেড়েছে বলে দলীয় সূত্রের খবর।

গতকাল রাতেই স্ক্যান করানো হয়েছে তাঁর চোটের। সেখানে রিপোর্ট ভালো আসেনি বলেই দলীয় সূত্রে জানা গেছে।

নুরুলকে আজ খেলানো না খেলানো নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকার কথা ভেবেছিল বাংলাদেশ দল। কিন্তু নুরুলের চোটের অবস্থা বিবেচনা করে তাঁকে তিনদিনের বিশ্রাম দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে আজ উইকেটের পেছনে দেখা যেতে পারে লিটন দাস বা মুশফিকুর রহিমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *