টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে কারা? ইঙ্গিত দিলেন অধিনায়ক
ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের শিকার হওয়া বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি টি-টোয়েন্টি আজ। তামিম ইকবাল ছুটিতে থাকায় টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে এখন কেউ আর নিশ্চিত নন। আজ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনিং করবে কারা, তেমনই একটি ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ।
মুনিম শাহরিয়ারের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয়কে। টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় মুনিম এখনো নতুন। বিজয় আসলো মাত্রই অনেক দিন পরে। ওদেরকে ভালো সময় দিতে হবে। একই সাথে টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব ফিডব্যাকটা দেওয়ার ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে। তারা যেন সুযোগগুলো সঠিকভাবে পায়। এটা নিশ্চিত করা জরুরি। ’
ম্যাচে ইতিবাচক ও আগ্রাসী থাকতে হবে বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘টি-টোয়েন্টিতে আপনি খুব কম সময় পাবেন। তাই যে কন্ডিশন থাকবে, সেটা নিয়ে মনোযোগী হতে হবে। গেম সেন্স প্রয়োগ করতে হবে। আমাদের মূলমন্ত্র হবে ইতিবাচক ও আগ্রাসী থাকা। যে চ্যালেঞ্জই আসুক, নিতে হবে। ’