বাংলাদেশের উচিত মোস্তাফিজকে নিয়ে আরও আক্রমণাত্মক হওয়া-আগারকার
ক্রিকইনফোর সঙ্গে কথা বলার সময় আগারকার তাঁর ধারণার কথা তুলে ধরেন। বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ যে মোস্তাফিজকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছেন না, সেটি উঠে এসেছে আগারকারের কথায়, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজ মাত্র তিন ওভার বোলিং করেছে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষেও সে তিন ওভার বোলিং করেছে। সে মোটেও খারাপ বোলিং করছে না, কিন্তু আপনার দলের মূল বোলারকে তো উইকেট পেতে হবে।’
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ১৭১ রান করেও জিততে পারেনি। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তো বোলারদের লড়াই করার মতো পুঁজিই এনে দিতে পারেননি ব্যাটসম্যানরা, তুলতে পেরেছেন মাত্র ১২৪ রান।বিজ্ঞাপন
তৃতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ।
এবারের ওয়েস্ট ইন্ডিজ দলের আটজনই ব্যাট করতে পারেন। ক্যারিবীয়দের বিপক্ষে মোস্তাফিজকে শুরুর দিকে বল দিলে ফলাফল ভালো হবে বলে বিশ্বাস করেন আগারকার, ‘হয়তো বাংলাদেশের উচিত তাকে (মোস্তাফিজ) আরেকটু আক্রমণাত্মকভাবে ব্যবহার করা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে, যাদের ব্যাটিং লাইনআপ অনেক বড় এবং প্রায় সবাই-ই বড় শট খেলতে পারে।’
আগে বোলিং করে মোস্তাফিজ যদি ১০-১৫ রান বেশি খরচ করেও ফেলেন, সেটাও দলের জন্য উপকারী হয়ে যাবে যদি মোস্তাফিজ কয়েকটি উইকেট তুলে নিতে পারেন—এমনটাই মনে করেন আগারকার।
এখন পর্যন্ত সুপার টুয়েলভের দুই ম্যাচে ছয় ওভার বোলিং করে কোনো উইকেট পাননি মোস্তাফিজ। আজ আগারকারের পরামর্শমতো বাংলাদেশ তাঁর বোলিং কাজে লাগালে মোস্তাফিজের এই উইকেট–খরা কাটলেও কাটতে পারে!
প্রথম পর্বে তিন ম্যাচ আর সুপার টুয়েলভে দুটি—টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে বাংলাদেশের বোলিং পরিবর্তনের দিকে তাকালে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, মোস্তাফিজুর রহমানের ওভারগুলোকে অধিনায়ক মাহমুদউল্লাহ ইনিংসের শেষ দিকের জন্য রেখে দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। খেলার একেবারে যে মুহূর্তে বোলিংয়ে না আনলে মোস্তাফিজের চার ওভার শেষ করা যাবে না, ঠিক সে সময়েই তাঁকে বোলিংয়ে আনেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশের অধিনায়কের এ প্রবণতাকে ভালো চোখে দেখছেন না ভারতীয় সাবেক পেসার অজিত আগারকার। মোস্তাফিজকে বাংলাদেশ আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে বলে মনে করেন তিনি।
ক্রিকইনফোর সঙ্গে কথা বলার সময় আগারকার তাঁর ধারণার কথা তুলে ধরেন। বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ যে মোস্তাফিজকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছেন না, সেটি উঠে এসেছে আগারকারের কথায়, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজ মাত্র তিন ওভার বোলিং করেছে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষেও সে তিন ওভার বোলিং করেছে। সে মোটেও খারাপ বোলিং করছে না, কিন্তু আপনার দলের মূল বোলারকে তো উইকেট পেতে হবে।’
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ১৭১ রান করেও জিততে পারেনি। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তো বোলারদের লড়াই করার মতো পুঁজিই এনে দিতে পারেননি ব্যাটসম্যানরা, তুলতে পেরেছেন মাত্র ১২৪ রান।
তৃতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ।
এবারের ওয়েস্ট ইন্ডিজ দলের আটজনই ব্যাট করতে পারেন। ক্যারিবীয়দের বিপক্ষে মোস্তাফিজকে শুরুর দিকে বল দিলে ফলাফল ভালো হবে বলে বিশ্বাস করেন আগারকার, ‘হয়তো বাংলাদেশের উচিত তাকে (মোস্তাফিজ) আরেকটু আক্রমণাত্মকভাবে ব্যবহার করা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে, যাদের ব্যাটিং লাইনআপ অনেক বড় এবং প্রায় সবাই-ই বড় শট খেলতে পারে।’
আগে বোলিং করে মোস্তাফিজ যদি ১০-১৫ রান বেশি খরচ করেও ফেলেন, সেটাও দলের জন্য উপকারী হয়ে যাবে যদি মোস্তাফিজ কয়েকটি উইকেট তুলে নিতে পারেন—এমনটাই মনে করেন আগারকার।
এখন পর্যন্ত সুপার টুয়েলভের দুই ম্যাচে ছয় ওভার বোলিং করে কোনো উইকেট পাননি মোস্তাফিজ। আজ আগারকারের পরামর্শমতো বাংলাদেশ তাঁর বোলিং কাজে লাগালে মোস্তাফিজের এই উইকেট–খরা কাটলেও কাটতে পারে!