২৩ জন নিয়ে ছায়া জাতীয় দল ‘বাংলাদেশ টাইগার্স’
অনেক দিন আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, ক্রিকেটারদের মান উন্নয়নে জাতীয় দলের ‘ছায়া দল’ তৈরি করা হবে। কিন্তু তা বাস্তবায়িত হতে যাচ্ছে এত দিনে। আজ শনিবার বিসিবি জানিয়েছে, ২৩ জন ক্রিকেটার নিয়ে এই ছায়া দল গঠন করা হয়েছে। যার নাম ‘বাংলাদেশ টাইগার্স’।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এক অনুশীলন শিবির দিয়েই বাংলাদেশ টাইগার্সের যাত্রা শুরু হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এই অনুশীলন ক্যাম্প চলবে। জানা গেছে, স্বল্প মেয়াদি চুক্তিতে নিয়ে আসা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কোচ উমাকান্ত প্যাটেলকে। তিনিই এই অনুশীলন ক্যাম্প পরিচালনা করবেন।
ছায়া দলে যাঁরা আছেন : মুমিনুল হক, ফজলে রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।