স্কটল্যান্ডে হাসিনা বিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি

গতকাল যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহ্বাজ এম এ মালেক জানান ,তিনি ও তার দলের অসংখ্য নেতাকর্মী স্কটল্যান্ড এ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে।

আগামী ১ ও ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কটল্যান্ডে আসছেন বিশ্ব জলবায়ু সম্মলনে অংশগ্রহনের জন্য এবং এর পরবর্তীতে প্রধানমন্ত্রী ফ্রান্সে যাবেন বলে জানা গেছে।প্রধানমন্ত্রীর এই আগমনে বিক্ষোভ কর্মসূচী পালনের উদ্দেশ্যে যুক্তরাজ্য বিএনপি এর সকল অঙ্গসংঠনের নেতাকর্মীরা সেখানে একত্রিত হবেন বলে জানান জনাব এম এ মালেক।তিনি বলেন, তারা শান্তিপূর্ণ ভাবেই এই কর্মসূচী পালন করবে।উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধভাবে ক্ষমতা দখল,অপশাসন,দুর্নীতি,বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন,খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করা,খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্হা না করা, জনগনের ভোটাধিকার হরন,তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ বিভিন্ন ইস্যুতে এই কর্মসূচী পালন করবে।

এই কর্মসূচীকে ঘিরে বিভিন্ন পর্যায়ে ইতিমধ্যেই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং নেতাকর্মীরা নানাবিধ মাধ্যমে প্রচার প্রচারোনা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাজ্য বিএনপি র সভাপতি বলেন,শেখ হাসিনা যতবার এসেছেন ততবারই তারা কঠোর কর্মসূচী পালন করেছে ,এবারো তার ব্যতিক্রম হবে না।তিনি এই অতীতের ন্যায় এইবার ও সফল হবেন বলে আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *