এক ক্যাচ মিসে বদলে গেল ম্যাচের গতিপথ

এক ক্যাচ মিসে বদলে গেল ম্যাচের গতিপথ। যে পেলেন জীবন। সেই ওয়েড টানা তিন বলে অবিশ্বাস্য তিন ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে তুলে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। সেমিফাইনাল থেকে বিদায় নিল পাকিস্তান।

বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অজিরা।

সেমিফাইনালে পাকিস্তানের আধিপত্য ছিল পুরো ম্যাচেই। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। জবাবে শুরু থেকে নড়বড়ে অস্ট্রেলিয়াকে শেষ অবধি জয় পাইয়ে দেন স্টয়নিস-ওয়েড জুটি।

শাহিন শাহ আফ্রিদির ১৯তম ওভারের শেষ তিন বলে ওয়েড হাঁকান তিন ছক্কা। ম্যাচ শেষ সেখানেই।

অথচ ওই ওভারের তৃতীয় বলে ওয়েড দিয়েছিলেন ক্যাচ। যা আয়ত্তের মধ্যে থেকেও লুফে নিতে পারেননি পাক পেসার হাসান আলি। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম পুরো টিমের প্রশংসা করলেও বললেন সেই ক্যাচের কথা। তার মতে, ক্যাচটি নিতে পারলে ভিন্ন কিছু হতে পারত।

বাবর আজম বলেন, ‘ব্যাট হাতে আমাদের শুরুটা বেশ ভালো। ভালো টার্গেটও দিয়েছিলাম আমরা। কিন্তু ম্যাচে আমরা তাদের অনেক সুযোগ দিয়েছি। আমরা যদি শেষের দিকের ক্যাচটি নিতে পারতাম, তাহলে চিত্র বদলে যেতে পারত।’

তিনি আরো বলেন, ‘তবে পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। একজন অধিনায়ক হিসেবে আমি সন্তুষ্ট। বোলার, ব্যাটার সবাই ভালো করেছে টুর্নামেন্টে। ভক্তরা পাশে থেকে সাপোর্ট দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা।’