চান্দিমাল-ওশাদার ফিফটিতে বড় রানের পথে শ্রীলঙ্কা
রান পোয়ারা থামছে না দিনেশ চান্দিমালের ব্যাটের। একের পর এক দারুণ ইনিংস খেলে যাচ্ছেন তিনি। ওশাদা ফার্নান্দো ও চান্দিমালের ব্যাটে গল টেস্টে বড় রানের পথে আছে শ্রীলঙ্কা।
পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনশেষে তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান। ৪৩ বলে ৪২ রান করা নিরোশান ডিকভেলা ও ৯ বলে ৬ রান করা দুনিথ ওয়ালালগে লঙ্কানদের পক্ষে দ্বিতীয় দিন শুরু করবেন।
টস জিতে ব্যাট করতে নেমে ৯২ রানের উদ্বোধনী জুটি পায় শ্রীলঙ্কা। ৭০ বলে ৫০ রান করে মোহাম্মদ নেওয়াজের বলে ওশাদা সাজঘরে ফিরলে ভেঙে যায় এই জুটি। ৯০ বলে ৪০ রান করে ফেরেন আরেক ওপেনার ও অধিনায়ক দিমুথ করুণারত্নেও।
নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি কুশল মেন্ডিস। ১০ বলে ৩ রান করে আউট হন তিনি। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন চান্দিমাল। ১০৬ বলে ৪২ রান করে নৌমান আলির বলে ম্যাথিউস ফিরলে এই জুটি ভাঙে।
তবে ফিফটি তুলে নেন চান্দিমাল। ১৩৭ বলে ৮০ রান করে আউট হন তিনি। উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান চান্দিমাল।