খালেদা জিয়ার এই অবস্থার জন্য সরকার দায়ী : রুমিন ফারহানা

বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, খালেদা জিয়া পায়ে হেঁটে কারাগারে গেছেন? গত তিন বছর তিনি সরকারের হেফাজতে ছিলেন। আওয়ামী লীগের হেফাজতে ছিলেন। তিনি নিজের হেফাজতে ছিলেন না। গত তিন বছরে সরকার তাকে সঠিক চিকিৎসা দেয়নি। আজকে দেশনেত্রীর এই অবস্থার জন্য সরকারকে দায় নিতে হবে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সামান্য হাঁচি-কাশি হলে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য আমেরিকা-জামার্নিতে চলে যান। আর আমাদেরকে সরকার বলে খালেদা জিয়ার বেস্ট চিকিৎসা নাকি বাংলাদেশে হচ্ছে। যদি বাংলাদেশে বেস্ট চিকিৎসা হতো তাহলে আওয়ামী লীগের নেতাদের কেন ভারতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে উল্লেখ করে রুমিন বলেন, উনার কিছু হলে এর পুরো দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ, হারুন উর রশিদ, উকিল আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম ও মোশাররফ হোসেন।