GeneralLatestNewsPoliticsরাজনীতিসারাদেশ

নির্বাচন হবে ব্যালট সিলে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এ দেশের জনগণ ইভিএম মেনে নেবে না। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে এবং নির্বাচন হবে ব্যালটে সিলের মাধ্যমে।’

সোমবার সন্ধ্যায় রাজধানীতে এক মশাল মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

মশাল মিছিলটি যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে থেকে শনিআখড়া গিয়ে শেষ হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলে যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা শিপন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সঞ্জয় দে রিপন, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

রিজভী বলেন, ‘সরকারের সীমাহীন দুর্নীতির কারণে বার বার গ্যাস বিদ্যুৎ ও পানির দাম বাড়ছে। জনগণের টাকা লুট করতে এসব জিনিসের দাম বাড়াচ্ছে সরকার।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশে শ্রীলংকার সব অবস্থা বিদ্যমান। দেশকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করতে হলে এ সরকারকে বিদায় করতে হবে।’