জাতীয় স্থায়ী কমিটির (বিএনপি) ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় ২৯ নভেম্বর ২০২১ তারিখ, সোমবার, রাত ৮টায় (বাংলাদেশ সময়)। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে- ১. ড. খন্দকার মোশাররফ হোসেন ২. ব্যরিস্টার জমির উদ্দিন সরকার ৩. মির্জা আব্বাস ৪. বাবু গয়েশ্বর চন্দ্র রায় ৫. ড. আব্দুল মঈন খান ৬. জনাব নজরুল ইসলাম খান ৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮. আমির খসরু মাহমুদ চৌধুরী ৯. বেগম সেলিমা রহমান ১০. জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ।
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিন্মোক্ত বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ২২ নভেম্বর ২০২১ অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
২। সভায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ শারিরীক অবস্থা সদস্যবৃন্দকে অবহিত করেন। সভায়, দেশনেত্রীর লিভার সিউরিসিস ব্যধি জনিত অসুস্থতায় শারিরীক অবস্থার ক্রমাবনতিতে বিশেষ করে রক্তক্ষরণ জনিত পরিস্থিতি উল্লেখ করে চিকিৎসকদের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে দেশনেত্রীর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে প্রেরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। সভা মনে করে, প্রচলিত আইনের আওতায় দেশনেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার কোনও বাধা নেই। এ ধরনের নজির বাংলাদেশে আছে। সভায়, দেশনেত্রীর শর্তহীন মুক্তি ও রোগমুক্তির জন্য পরম করুনাময় আল্লাহ তায়ালার কাছে দোয়া চাওয়া হয়।
৩। সভায়, দেশনেত্রী মুক্তি ও অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর দাবীতে চলমান আন্দোলনকে আরও বেগবান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
৪। সভায়, সাম্প্রতিক সময়ে ট্রাফিক নৈরাজ্যের ফলে সৃষ্ট সড়ক দূর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর কারনে বিচারের দাবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয় এবং বাস ভাড়ায় হাফপাশ পদ্ধতি প্রবর্তনের জন্য শিক্ষার্থীদের দাবীকে যথাযথ বলে মনে করা হয়। সভায়, প্রয়োজনে সরকারের ভর্তুকি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের এই দাবী মেনে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই তথ্য প্রেরণ করেন।