ওমিক্রন আতঙ্কের মাঝেই ফের বাড়ল ভারতের দৈনিক করোনা সংক্রমণ
ওমিক্রন আতঙ্কের মাঝেই ফের বাড়ল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুও। এদিকে বুধবারই দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশ থেকে মহারাষ্ট্রে আসা ছয়জনের শরীরে করোনা ধরা পড়েছে। তারা ওমিক্রন আক্রান্ত কিনা তা এখনো স্পষ্ট নয়।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার ভারতে কোভিড-১৯ সংক্রমিত হয়েছিলেন ৬ হাজার ৯৯০ জন। মাত্র ২৪ ঘণ্টায় অনেকটা বাড়ল সংক্রমণ।
এক দিনে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। মঙ্গলবারের তুলনায় বেড়েছে মৃত্যুও। এক দিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ২০৭ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৯৯ হাজার ২৩ জন।
মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র হাতিয়ার টিকাকরণ। ভারতে জোরকদমে চলছে টিকাকরণ। ইতোমধ্যে ১২৪ কোটি ১০ লাখ ৮৬ হাজার ২৩ জনকে টিকা দেয়া হয়েছে।
এদিকে মহারাষ্ট্রে ‘ওমিক্রন’ আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ফেরত মোট ছয়জন করোনা আক্রান্ত হয়েছেন। যদিও তারা ওমিক্রন আক্রান্ত কিনা তা এখনো স্পষ্ট নয়। দিল্লিতেও ঝুঁকিপূর্ণ দেশ থেকে ৪টি বিমানে চড়ে ১ হাজার ১৩ জন দিল্লি পৌঁছছেন। তাদের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি।