নেতৃত্বের দুর্বলতায় ৫০ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, নেতৃত্বের দুর্বলতার কারণে স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। তাই এখনো সমাজের প্রতিটি স্তরে শোষণ ও বৈষম্য বিরাজমান।

উত্তরা কালচারাল সোসাইটি আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম মোহাম্মদ কাদের। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণির মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়।

বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, ‘এখনো শোষণ চলছে। প্রতিবছর হাজার কোটি টাকা পাচার হচ্ছে। দেশের টাকা পাচার করে বেগমপাড়া তৈরি হচ্ছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। আগামী প্রজন্মের জন্য শোষণ ও বৈষম্যহীন একটি দেশ গড়তেই আমাদের রাজনীতি।

উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি সাংসদ শেরিফা কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন প্রকৌশলী মো. ইউনুস আলী এবং উত্তরা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ।

বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উচ্ছ্বাস ললিতকলা একাডেমি, চতুরঙ্গ শিল্পকলা একাডেমি, তারানা, গিটার ইনস্টিটিউট উত্তরা, উজ্জ্বল ড্যান্স একাডেমি ও উৎস আবৃত্তি, পঙ্‌ক্তি আবৃত্তি পাঠশালা ও সাংস্কৃতিক একাডেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *