সাভার স্মৃতিসৌধে নুরুল হক
খালেদার সুচিকিৎসার ব্যবস্থা না করে সরকার মৌলিক অধিকার খর্ব করছে
খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা না করে সরকার মৌলিক অধিকার খর্ব করছে। বিনা ভোটে নির্বাচিত একটি সরকারের শাসনামলে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করতে হচ্ছে, জাতির জন্য এটা লজ্জার। এটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেইমানি।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক।
নুরুল হক বলেন, রাজনৈতিক সম্প্রীতি, সহিষ্ণুতা এ দেশে নেই। দেশে রাজনৈতিক সাম্যাবস্থা নেই। আজ বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দেশের মানুষ দল-মতনির্বিশেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জড়ো হয়েছে। কিন্তু গণ অধিকার পরিষদের নেতাদের ওপর জামালপুর, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে। আইয়ুব খানের সংগঠন এনএসএফ যেভাবে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চেয়েছিল বর্তমান ছাত্রলীগ-যুবলীগ একই রকম ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এর মাধ্যমে এটা স্পষ্ট যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতা–কর্মীদের মধ্যে অন্য রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম শিষ্টাচার নেই।
মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য আজও অর্জিত হয়নি উল্লেখ করে নুরুল বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ দেশের কৃষক, শ্রমিক ও আপামর জনতা মুক্তিযুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সে লক্ষ্য ও উদ্দেশ্য এখনো অর্জিত হয়নি। মুক্তিযুদ্ধের মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার আজও প্রতিষ্ঠিত হয়নি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, খাদেমুল ইসলাম, সোহরাব হাসান, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, মাহফুজুর রহমান খান, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ ও সাইফুল্লাহ হায়দার প্রমুখ।