৫০ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়িত হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে লক্ষ্য নিয়ে স্বাধীনতাযুদ্ধ হয়েছিল, ৫০ বছর পেরিয়ে গেলেও সেটা বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু এই স্বৈরাচারী, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার একদলীয় সরকার প্রতিষ্ঠা করার জন্য বিরোধী দলকে নির্মূল করছে।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেখানে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল দাবি করেন, বর্তমান সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ঝুলিয়ে দিয়ে তাঁকে কারাগারে বন্দী করে রেখেছে। খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এদিনে আমরা শপথ নিয়েছি, দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে আবারও সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *