চেলসিতে ফিরলেন টেরি
একাডেমির কোচিং পরামর্শক হিসেবে চেলসিতে ফিরেছেন ক্লাবের সাবেক অধিনায়ক ও কিংবদন্তী ডিফেন্ডার জন টেরি। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় স্ট্যামফোর্ড ব্রিজে কাটানো টেরি ব্লুজদের হয় পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাসহ ১৭টি শিরোপা জয় করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে ৪১ বছর বয়সী টেরি লিখেছেন, ‘বাড়িতে ফেরার ঘোষণা দিতে পেরে আমি দারুন উচ্ছ্বসিত। চেলসি এফসির একাডেমিতে পরামর্শকের ভূমিকায় দায়িত্ব গ্রহণ করছি। নিজের অভিজ্ঞতা দিয়ে একাডেমি খেলোয়াড়দের জন্য কিছু করে দেখাতে চাই।’
জুলাইয়ে এ্যাস্টন ভিলার সহকারী কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে চাকরিবিহীন ছিলেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। নতুন দায়িত্বে চেলসির যুব দলের উন্নতিতে তিনি মনোনিবেশ করতে চান। ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ব্লুজ এই কিংবদন্তী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় যুব দলের খেলোয়াড় ও কোচদের সাথে কাজ করবেন। ২০ বছরের খেলোয়াড়ী জীবনের বিশাল অভিজ্ঞতা ও সম্প্রতি কোচিং দায়িত্বে আসার পর সেখানকার কাজের অভিজ্ঞতা সব কিছুই তিনি একাডেমিতে কাজে লাগাবেন বলে আমাদের বিশ্বাস।’
চেলসির ইয়ুথ ডেভেলপমেন্ট প্রধান নেইল বাথ বলেছেন, ক্লাবের তরুণদের জন্য টেরি একজন অসাধারণ মেন্টর হয়ে উঠতে পারেন। বিশ্বমানের একজন খেলোয়াড় হিসেবে তাকে দলে পেয়ে চেলসি সত্যিই গর্বিত। তার সাথে কাজ করতে পুরো একাডেমি মুখিয়ে আছে।