পিকনিকের বাস দুর্ঘটনায় চালকসহ নিহত ৩, আহত ৩০
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সীতাকুণ্ডের একটি পিকনিক বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ডুলহাজারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রাকের চাকা পাংচার হলে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি পিকনিক বাসের সাথে ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসটি উল্টে পড়ে এবং বাস ও ট্রাকের চালক নিহত হন।
নিহত বাসচালকের নাম মীর আহমদ (৩৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তবে এখন পর্যন্ত ট্রাকচালকের পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো: সাফায়েত হোসেন জানান, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী কমিটির তিনটি পিকনিক বাসের মধ্যে সৌদিয়া পরিবহনের বাসটির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ওই বাসের চালক মীর আহমদ (৩৭) ও ট্রাক ড্রাইভার (পরিচয় অজ্ঞাত) ঘটনাস্থলেই নিহত হন। এরমধ্যে পিকনিক যাত্রীদের মধ্যে সীতাকুণ্ড পৌরসদরের রিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী মানিক দত্ত (৬০) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার সময় মারা যান।