ঢাবিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা-ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার সাথে ছাত্রলীগ জড়িত। এতে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত ‘টিএসসিতে কাওয়ালী’ অনুষ্ঠানে এ হামলা করে ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে কাওয়ালী গানের অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দিলে শুরু হতে বিলম্ব ঘটে। এই সুযোগে ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে এবং মুহূর্তেই মঞ্চ ও সামনের চেয়ার ভাঙচুর করে। এসময় মোবাইলে ভিডিও ধারণ করতে গিয়ে মারাত্মকভাবে আহত হন দৈনিক আমার সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জালাল উদ্দীন।

আয়োজকদের অভিযোগ, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ‘কাওয়ালী গানের আসর’ অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী তৈয়বকে ফোন দিয়ে অনুষ্ঠান শুরুর আগেই সেখানে যেতে নিষেধ করেন। সাউন্ড সিস্টেমের মালিক তৈয়ব সেই বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিবাদস্বরূপ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা পৌনে ৮টায়) প্রক্টর অফিসের সামনে অবস্থান করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *