রাজধানীতে বাম জোটের বিক্ষোভ-সমাবেশ
অনতিবিলম্বে দায়িত্বহীন বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। আজ সোমবার রাজধানীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বাজার সিন্ডিকেটের দৌরাত্ম প্রতিরোধ এবং ব্যর্থ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)-এর জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-এর বিধান দাস।
সমাবেশে সাইফুল হক বলেন, ‘সরকার দেশের গোটা বাজার ব্যবস্থাকে নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছে। বাজার নিয়ে ব্যবসায়ীদেরকে যা খুশী তাই করার সুযোগ করে দিয়েছে। এই সুযোগে মুনাফাখোর বাজার সিন্ডিকেট দেশের মানুষকে রীতিমতো জিম্মি করে ফেলেছে। তিনি বলেন, গত দুই বছরে ভোজ্য তেলের দাম আট দফা বাড়ানো হয়েছে। পাঁচ লিটারের সয়াবিন তেলের দাম গত দুই বছরে ৫০৫ টাকা থেকে ৭৯৫ টাকায় উঠেছে। সরকারের ভূমিকা না থাকায় বিশ্ববাজারে কিছু মূল্যবৃদ্ধির অজুহাতে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বৃদ্ধি করে চলেছে। সংশ্লিষ্ট মন্ত্রী, মন্ত্রণালয় ও সংস্থার চরম দায়িত্বহীনতা, সমন্বয়হীনতা এবং গণবিরোধী ভুল সিদ্ধান্ত জনজীবনের সর্বগ্রাসী সংকট বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।’
সিপিবি নেতা শাহ আলম বলেন, ভোটবিহীন এই সরকার প্রতিদিন মানুষের দুঃখ-দুর্দশা চরমে নিয়ে যাচ্ছে। এই সরকার ও শাসকশ্রেণীকে হঠাতে না পারলে মানুষের মুক্তি নেই। বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে কার্যকর এবং গণবন্টন ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি।