সার্চ কমিটি যা করছে সবই তামাশা : মির্জা ফখরুল

গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বিএনপি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে গত ১৪ ফেব্রুয়ারি বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের এক সভার বিষয়বস্তু তুলে ধরেন মির্জা ফখরুল। সোমবার রাত ৮টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভাচুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

ওই সভায় সরকারের ক্ষমতাকে কুক্ষিগত রাখার নীল নকশার অংশ হিসাবে পুনরায় নির্বাচন কমিশন গঠনে সরকারি তৎপরতা সেই চক্রান্তেরই অংশ বলে মনে করে বিএনপি। সুতারং অনুসন্ধান কমিটিতে নাম প্রেরণ এবং নির্বাচন কমিশন গঠন একেবারই অর্থহীন বলে মনে করেছেন দলের নেতারা।

মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নিরপেক্ষ সরকারের অধীনে দেশে প্রথম বারের মতো সকলের গ্রহণযোগ্য এবং অংশীদারত্বমূলক নির্বাচন অনুষ্ঠানের সাফল্য এবং বর্তমান প্রেক্ষিতে পুনরায় তা জনগণের সামনে তুলে ধরার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।সার্চ কমিটি নিয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি যা করছে সবই তামাশা। তারা দেখাচ্ছে- সকল দলের কাছে নাম চাওয়া হয়েছে, একাধিক সভা করা হচ্ছে, সবার সঙ্গে কথা বলছে। এগুলো বলে তারা পুরনায় নির্বাচন তাদের নিয়ন্ত্রণে নিবে। 

সোমবরের সভায় সভায় সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক ও সরকারের শিল্প বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনলাপ তদন্তের বিষয়টি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।