বিএনপি’র প্রভাত ফেরি, ভাষা শহীদদের মাজারে ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ (২১ ফেব্রুয়ারি ২০২২), সকাল ৬টায় রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে থেকে প্রভাত ফেরি বের করে। প্রভাত ফেরির নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ।
কালো ব্যাজ বুকে ধারণ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধীর পায়ে প্রভাত ফেরি সহকারে এগিয়ে যায় আজিমপুর কবরস্থানের দিকে। সেখানে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন তারা।
সেখান থেকে পুনরায় প্রভাত ফেরি সহকারে আজিমপুর,ইডেন কলেজ মোড়, পলাশীর মোড়, এস এম হল, জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুস্পার্ঘ্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, জাসাস, কৃষক দল, মুক্তিযাদ্ধা দল নেতৃবৃন্দ।
এছাড়া সমগ্র দেশব্যাপী বিএনপি সর্বস্ত পর্যায়ের নেতাকর্মীরা স্ব স্ব জেলায় শহীদ মিনারে পুস্পার্ঘন করে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।