নিউইয়র্ক স্টেট ও সিটি যুবলীগের অনুষ্ঠানে ব্যাপক হট্টগোল

নিউইয়র্ক স্টেট যুবলীগ ও নিউইয়র্ক সিটি যুবলীগের যৌথ উদ্যোগে নিউইয়র্কের ওজোন পার্কে একটি রেস্টুরেন্টে স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে । সেখানে প্রধান অতিথির আসন নিয়ে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল, হাতাহাতি-মারামারি বাঁধার উপক্রম হয় । নিউইয়র্ক স্টেট যুবলীগের আহবায়ক মহি উদ্দীন চৌধুরী ও যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন চেয়েছিলেন প্রধান অতিথি করতে চেয়েছিলেন আব্দুল হাসিব আল মামুন যিনি সাংগঠনিক সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অপর পক্ষ নিউইয়র্ক সিটি যুবলীগর আহবায়ক রেজাউল আলম অপু ও যুগ্ম আহবায়ক জুনেদ আহমেদ চেয়েছিলেন মোহাম্মদ মোজাহিদুল ইসলাম কে প্রধান অতিথি করতে যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের। এসব নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি, মারামারি বাধার উপক্রম হয়েছিল । সে অনুষ্ঠানের মোট অতিথির সংখ্যা ছিল আনুমানিক ১৫ জনের বেশি না । যুবলীগ করে সে ১৫ জনের মধ্য মাত্র ৫ জন হাতেগোনা পদধারী মাত্র ।অথচ তাদের অনুষ্ঠানের প্রধান অতিথি করার কথা ছিল গঠন তন্ত্র অনুযায়ী সে সংগঠনের প্রধানের যিনি জানাব তারিকুল হায়দার চৌধুরী যিনি আহবায়ক যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক আর প্রধান বক্তা হবার কথা ছিল যুগ্ম আহবায়ক জনাব বাহার খন্দকার সবুজ কে তারা সেটি না করে সিটি যুবলীগ ও স্টেট যুবলীগ করেছেন উনাদের মনগরা অন্যদেরকে যা কিনা একটি সংগঠনের নিয়মনীতি বিরোধী। এ নিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক জনাব তারিকুল হায়দার চৌধুরীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে আমি অবগত নই এবং সিটি ও স্টেট যুবলীগ দীর্ঘদিন ধরে অসহযোগীতা করে আসছে আমাদের এমনকি সাংগঠনিক ভাবে পুরোপুরি নিষ্ক্রীয় । তারা আওয়ামীলীগের গ্রুপিংয়ে জরিয়ে যায় নিজেরা যার ফলশ্রুতিতে দুটি কমিটিই গতিহীন । দুটিকমিটিকে তিন বছর ধরে বলার পরেও সম্মেলনের আয়োজন করতে পারে নি তাদের নিষ্ক্রিয়তার ও কোন্দলের কারণে। এবং যুগ্ম আহবায়ক জানাব বাহার খন্দকার সবুজের সাথে যোগাযোগ করতে পারে নি কারণ উনার মুঠোফোন বন্ধ থাকায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *