ফিরোজায় খালেদা জিয়ার ঈদ, শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি নেতারা
ঈদের দিন সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করবেন দলটির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা। এ ছাড়া খালেদা জিয়ার ভাইসহ নিকটাত্মীয়রা তার সঙ্গে দেখা করতে ফিরোজায় আসবেন। বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঈদের দিন সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।
সরকারের বিশেষ নির্বাহী আদেশে শর্তসাক্ষেপে খালেদা জিয়া মুক্ত হলেও দলের নেতাকর্মীরা তার সাক্ষাৎ পান না। বছরে শুধু দুটি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তাদের নেত্রীর সঙ্গে এই সাক্ষাতের সুযোগ পান।দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০১৮ সালে কারাগারে যেতে হয়। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এই মুক্তির মেয়াদ পরে আরও কয়েক দফায় বেড়েছে।