ঈদ পার্টিতে শেহনাজের সঙ্গে সালমান খানের রোমাঞ্চ
বলিউডে ঈদ মানেই ভাইজানের সিনেমা। এ রীতি দীর্ঘদিনের হলেও করোনার কারণে বন্ধ ছিল তার অভিনয়। তাই বলে ভক্তদের হতাশ করেননি বলিউড অভিনেতা সালমান খান। মুম্বাইয়ের বাসভবনের সামনে হাজির হওয়া ভক্তদের দর্শন দিয়েছেন খুশির দিনে।
পরে রাতে বোন অর্পিতা খান ও বোনজামাই আয়ুশ শর্মার দেওয়া ঈদ পার্টিতে অংশ নেন সালমান খান।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই পার্টিতে উপস্থিত ছিলেন শেহনাজ গিলও। প্রেমিক সিদ্ধার্থের মৃত্যুর পর দীর্ঘদিন আড়ালে থাকলেও এখন স্বাভাবিক জীবনে ফিরেছেন শেহনাজ।
মঙ্গলবার রাতে হওয়া অর্পিতার ঈদ পার্টিতে শেহনাজ পরেছিলেন কালো পোশাক। সেখানে শেহনাজকে সঙ্গ দেন বলিউড ভাইজান। পরে ফটোসেশনে অংশ নেন সালমান-শেহনাজ। এ সময় সালমানকে জড়িয়ে ধরেন শেহনাজ। পরে শেহনাজের গাড়িতে ওঠেন সালমান এবং অভিনেত্রীকে বাড়িতে পৌঁছে দেন। এ সময় সালমানের হাত ধরেন শেহনাজ, বলেন—আমাকে পৌঁছে দিয়ে এসো।
সালমান-শেহনাজের এই উষ্ণ উপস্থিতি সেই প্রেমের গুঞ্জনকে আরও বাড়িয়ে দিচ্ছে। কয়েক দিন ধরে বলিপাড়ায় তাদের নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, সালমানের আসন্ন ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় আয়ুশ শর্মার বিপরীতে দেখা যেতে পারে শেহনাজ গিলকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
খবরে শোনা যাচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় সালমানের নায়িকা হচ্ছেন দক্ষিণী ডিভা পূজা হেজ। আর সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন ফরহাদ সামজি।