নতুন দুই বিজ্ঞাপনে ফারিয়া শাহরিন

লাক্স তারকা ফারিয়া শাহরিন। কয়েক বছর পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলেন। দেশে ফিরেই নিয়মিত হাজির ক্যামেরার সামনে। নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনায় সরব হয়েছেন।

সম্প্রতি তিনি দুটি বিজ্ঞাপনচিত্রের কাজে অংশ নিয়েছেন। এগুলো হলো- প্রাণ ফ্রুটো ড্রিংকস এবং ভিশন স্মার্ট টিভি। বিজ্ঞাপন দুটি নির্মাণ করছেন নাফিজ রেজা ও মাসুদ জাকারিয়া সাবিন। এগুলোতে ফারিয়ার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া ও এফএস নাঈম। 

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, করোনা ভাইরাসের কাণে স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করেছি। বিজ্ঞাপন দুটিও সুন্দর থিমের।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ তিন তারকা উপস্থিত থেকে পণ্যটির বিজ্ঞাপনে কাজের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনগুলো টিভি ও অনলাইনে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *