সেঞ্চুরির কাছে গিয়ে থামলেন সৌম্য
ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন একসময়ের জাতীয় দলের নিয়মিত হার্ডহিটিং ওপেনার সৌম্য সরকার। অবস্থা এতটাই খারাপ যে, ঘরোয়া লিগেও দল থেকে বাদ পড়েছিলেন। তাকে ফর্মে ফেরাতে জাতীয় দলের আদলে গড়া বাংলা টাইগার্স ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘদিন পর এবার সৌম্য রানে ফেরার আভাস দিলেন।
তার ব্যাট থেকে এলো ঝলমলে ইনিংস।
বাংলা টাইগার্স বনাম হাই পারফর্মেন্স ইউনিটের (এইচপি) মধ্যে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনের ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে নামা এইচপি দল আজ প্রথম ইনিংসে ২২৭ রানে অল-আউট হয়। তাদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার মাহফিজুল। আর বাংলা টাইগার্সের হয়ে ১৮.১ ওভার বল করে ৬৭ রানে ৫ উইকেট নেন ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা অফ স্পিনার নাঈম হাসান। এছাড়া হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলা টাইগার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে সৌম্য সরকার ১৯৬ বলে খেলেন ৮১ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ১০টি চার এবং ২টি ছক্কার মার। মু ইমরুল কায়েস করেন ২৪ রান। ফজলে রাব্বি ৩৫* রানে অপরাজিত আছেন।