একই দিনে শচীন ও ধোনির রেকর্ড ভাঙলেন পন্থ

এজবাস্টন টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। সেখান থেকে ২২২ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেন ঋষভ পন্থ ও রবিন্দ্র জাদেজা। পন্থ খেলেছেন ১১১ বলে ১৪৬ রানের ইনিংস। এই ইনিংসের পথে পন্থ ভেঙে দিয়েছেন শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির রেকর্ড।

১৪৬ রানের ইনিংসে পন্থের ছিল ২০টি চার ও ৪টি ছক্কা। এরই মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ ছক্কা পূরণ হয়েছে পন্থের। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে ছক্কার সেঞ্চুরি করেছেন তিনি। এতোদিন ধরে রেকর্ডটি ছিল কিংবদন্তি শচিন টেন্ডুলকারের দখলে। তিনি ঠিক ২৫ বছর বয়সে হাঁকিয়েছিলেন ১০০টি ছক্কা। সেই রেকর্ড নিজের করে নিয়ে ২৪ বছর ২৭১ দিন বয়সে ১০৩টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন পন্থ।

এছাড়া ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার মহেন্দ্র সিং ধোনিরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন পন্থ। ১৪৬ রানের ইনিংসটি খেলার পথে ৮৯ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে ভারতের উইকেটরক্ষকদের মধ্যে দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন পন্থ। এর আগে, রেকর্ডটি ছিল ধোনির দখলে, ৯৩ বলে।