সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় আহত ২

সিরিয়ার বন্দর নগরী তারতুসে ইসরাইলি বিমান হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ হামলা চালায় ইসরাইলি বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। খবর স্পুটনিকের।

এতে সিরিয়ার একজন পুরুষ এবং একজন নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন সিরীয় কর্মকর্তারা।

এর আগে গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কের বিমানবন্দরের রানওয়েতে বোমা হামলা চালিয়েছিল ইসরাইলি যুদ্ধবিমান।

ইসরাইলের দাবি, তারা সিরিয়ায় ইরানি সেনাঘাঁটি টার্গেট করে এ হামলা চালিয়েছে।