ইউক্রেন যুদ্ধে কত মানুষ মারা গেছে?
ইউক্রেনের দক্ষিণ ওডেসা অঞ্চলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ২১ জন মারা গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএস বলছে, সেরহিয়িভকা গ্রামের একটি ৯ তলা ভবনে ক্ষেপণাস্ত্র হামলাতেই ১৬ জন মারা যায়।
ওই গ্রামেরই একটি হলিডে রিসোর্টে আরেক ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ বাকি পাঁচজন মারা যায়। গত কয়েক দিনে ইউক্রেনের শহরগুলোতে বহু ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া।
এসব হামলায় নিহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক হিসেবে জানা গেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। ইউক্রেন এবং রাশিয়া দাবি করেছে, নিহতের সংখ্যা কয়েক হাজারে ঠেকেছে। তবে তাদের দেওয়া সংখ্যা প্রকৃত সংখ্যার সঙ্গে মেলেনি।
বিশ্বব্যাপী রাজনৈতিক সহিংসতা ও বিক্ষোভে নিহতের তথ্য দিয়ে থাকে এসিএলইডি। তারা বলেছে, ইউক্রেনে রুশ হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
বিবিসি জানিয়েছে ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর ইউক্রেনে তিন হাজার ছয় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে, এই সংখ্যা চার হাজার সাত শতাধিক।
জুনের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্টের একজন জ্যেষ্ঠ সহযোগী বিবিসিকে বলেছিলেন, প্রতিদিন ১০০-২০০ ইউক্রেনীয় সৈন্য দনবাস অঞ্চলে মারা যাচ্ছে।
গত এপ্রিল মাসেই রাশিয়া দাবি করেছে, তারা ২৩ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য হত্যা করেছে। ওই সময় ব্রিটিশ সরকার জানিয়েছে, রাশিয়ার প্রায় ১৫ হাজার সৈন্য ইউক্রেনে নিহত হয়েছে।
সূত্র: বিবিসি।