ডেনমার্কের বিপণিকেন্দ্রে গুলিতে কয়েকজন নিহত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের এক বিপণিকেন্দ্রে গুলিতে কয়েকজন নিহত হয়েছে। পুলিশ বলেছে, এ ঘটনায় ২২ বছর বয়সী এক ডেনিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলা হয়নি।

ফিল্ডস নামে বিপণিকেন্দ্রটি ডেনমার্কের বৃহত্তম বিপণিকেন্দ্র।

এতে ১৪০টির বেশি দোকান ও রেস্তোঁরা রয়েছে।  

তাৎক্ষণিকভাবে পুলিশ হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেনি। তবে সন্ত্রাসবাদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।

বিপণিবিতানটি কোপেনহেগেনের উপকণ্ঠে শহরের দক্ষিণ দিকে। ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলসের সন্ধ্যার পরেই এর এক মাইলেরও কম দূরে একটি কনসার্টে গান গাওয়ার কথা ছিল।

প্রতিবেশী নরওয়ের অসলোতে সমকামিদের বারের বাইরে এক বন্দুকধারীর গুলি চালানোর এক সপ্তাহ পরে কোপেনহেগেনে এ গুলির ঘটনা ঘটল।

ঘটনার পর পর আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ, জরুরি বিভাগের কর্মী ও আ্যম্বুল্যান্স ছুটে দেয়।

একজন প্রত্যক্ষদর্শী জিল্যান্ড পোস্টেন পত্রিকাকে বলেন, ‘এখানে চরম বিশৃঙ্খলা। কেউ জানে না কী ঘটছে। ’

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারীর হাতে শিকার করার রাইফেল ছিল।

এক টুইটে পুলিশ বলেছে, ‘গুলি চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। ’

স্থানীয় মিডিয়া ঘটনাস্থলে ভারী অস্ত্রধারী পুলিশের পাশাপাশি লোকজনকে বিপণিবিতান থেকে ছুটে বের হওয়ার ছবি প্রচার করেছে।  

পুলিশ শপিংমলের ভেতরে থাকা লোকদেরকে সেখানেই থাকতে এবং পুলিশের সহায়তার জন্য অপেক্ষা করার পরামর্শ দেয়।

এর আগে কোপেনহেগেনের মেয়র সোফি এইচ. অ্যান্ডারসন টুইট করেছেন: ‘ফিল্ডে গুলি চালানোর ভয়ঙ্কর খবর। আমরা এখনো নিশ্চিতভাবে জানি না কতজন আহত বা মারা গেছে, তবে বিষয়টি খুবই গুরুতর। ’

লরিস হারম্যানসেন নামে এক প্রত্যক্ষদর্শী ডেনিশ সম্প্রচারমাধ্যম ডিআরকে বলেছেন, তিনি তার পরিবারের সঙ্গে একটি পোশাকের দোকানে ছিলেন। তখন তিনি তিন-চারটি গুলির আওয়াজ শোনেন। সূত্র: বিবিসি ও আল জাজিরা