রুশ সেনারা আসছে, দোনেৎস্কের বেসামরিকদের সরে যাওয়ার আহ্বান
ইউক্রেনের দোনবাসের দোনেৎস্কের সকল বেসামরিক লোকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দোনেৎস্কের প্রশাসন।
রুশ সেনারা দোনেৎস্কের পূর্ব দিক থেকে এগিয়ে আসছে। এরপরই বেসামরিক লোকদের সেখান থেকে নিরাপদে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন দোনেৎস্কের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কায়রেলেঙ্কো।
তিনি বলেন, তোরেস্কে মিসাইল হামলা হয়েছে। আমি সবাইকে বলছি সরে যান। সরে গেলে জীবন বাঁচে।
বর্তমানে দোনেৎস্কের ৪৫ ভাগের দখল আছে ইউক্রেনের হাতে। কিন্তু লুহানেস্কের লিসিচানস্ক দখল করার পর দোনেৎস্কের ক্রামাতোর্সক এবং স্লোভিয়ানেস্কের দিকে এগুচ্ছে রুশ বাহিনী।
এ স্থানগুলোতে নতুন করে হামলার তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ সরে যাচ্ছেন।
স্লোভিয়ানেস্ক সামরিক প্রশাসনের প্রধান ভাদইয়াম লিয়াখ জানিয়েছেন, বর্তমানে শহরটির বেশিরভাগ বাসিন্দা চলে গেছেন।
এ ব্যাপারে ভাদইয়াম লিয়াখ বলেন, সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্কে কি হয়েছে সেটি দেখে সাধারণ মানুষ অনেক আগেই সরে গেছে। বর্তমানে স্লোভিয়ানেস্কের ১ লাখ বাসিন্দার মধ্যে মাত্র ২৩ ভাগ শহরটিতে অবস্থান করছেন।
সাধারণ মানুষ যেন স্লোভিয়ানেস্ক ছেড়ে পালাতে পারেন সেটি নিশ্চিত করতে ট্রেনের বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের সরকার।
সূত্র: সিএনএন