GeneralHealthLatestNewsTOP STORIESঅন্যান্যজাতীয়সারাদেশ

৫৮ জেলাতেই ধরা পড়েছে নতুন রোগী, মৃত্যু ২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২২৫ জনে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১০৫১ জনের। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জনে।

আজ শুক্রবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন। এ সময় ৯ হাজার ১৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ১০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

নতুন শনাক্ত ১০৫১ জনের মধ্যে ৪৩০ জনই ঢাকা জেলার। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ধরা পড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।