দেশীয় টিকা নিলেন চীনা প্রেসিডেন্টসহ শীর্ষ নেতারা
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং অন্যান্য শীর্ষ নেতারা সে দেশে তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বিবিসি জানিয়েছে, করোনার টিকাদান এবং বুস্টার ডোজের প্রয়োগ বাড়ানোর প্রচারের অংশ হিসেবে খবরটি প্রচার করেছে বেইজিং।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপ্রধান জেং ইক্সিন এ ব্যাপারে বলেন, সবাই দেশীয় টিকা নিয়েছেন। করোনা মহামারি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে দেশীয় টিকা ভালোভাবে কাজ করছে।
চীনা কর্তৃপক্ষ টিকাগ্রহণের হার বাড়ানোর ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে দেশে করোনার সংক্রমণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে লকডাউনের পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে আসছে সরকার।
চীনের প্রেসিডেন্ট বলেছেন, করোনার শনাক্ত শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসার বিকল্প নেই।
সূত্র : বিবিসি