খাসোগি হত্যার পর প্রথম ইউরোপে যুবরাজ

ইউরোপ সফরে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যকাণ্ডের পর ইউরোপে এটিই তার প্রথম সফর। আরব নিউজ মঙ্গলবার গ্রিসে ভ্রমণের মাধ্যমে সফর শুরু করেন যুবরাজ।

রাজধানী এথেন্সে পৌঁছলে তাকে স্বাগত জানান দেশটির উপপ্রধানমন্ত্রী প্যানাজিওটিস পিকরামেনোস। গ্রিস সফর শেষে ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে তার। গ্রিস সফরের প্রথম দিনই দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন এমবিএস।

এ সময় গ্রিসের মাটিতে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিবিসি