ফোনালাপ করলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ টেলিফোনে কথা বলেছেন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর গতকাল শুক্রবার প্রথমবার তাদের মধ্যে কথা হলো।

ব্লিংকেন বলেছেন, রাশিয়ায় আটক দুই মার্কিনিকে মুক্তি দেওয়ার ব্যাপারে আমাদের প্রস্তাব গ্রহণের জন্য চাপ দিতে প্রায় ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

রাশিয়ায় আটক থাকা দুই মার্কিন নাগরিক হলেন ব্রিটনি গ্রিনার এবং পল হুইলান।

৩১ বছর বয়সী ব্রিটনি বাস্কেটবল খেলোয়াড়। গত ফেব্রুয়ারিতে গ্রেপ্তারের সময় তার কাছে গাঁজার তেল পাওয়ার দাবি করেছিল রাশিয়া। জুলাইয়ের শুরুর দিকে মাদকসংক্রান্ত অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

তবে ব্রিটনির দাবি, ব্যথা নিরাময়ের জন্য ঔষধি গাঁজা ব্যবহার করেছেন তিনি। রাশিয়ার আইন লঙ্ঘনের কোনো ইচ্ছা তার ছিল না।

এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৮ সাল থেকে রাশিয়ায় বন্দি রয়েছেন পল হুইলান। দুই মার্কিন নাগরিকের মুক্তির বিনিময়ে দোষী সাব্যস্ত হওয়া রুশ অস্ত্র পাচারকারী ভিক্টর বাউটকে মুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।  
সূত্র : সিএনএন।