আফ্রিকার বাইরে এবার মাংকিপক্সে মৃত্যু দেখল স্পেন-ব্রাজিল

মাংকিপক্সে আক্রান্ত হয়ে স্পেন ও ব্রাজিলে প্রথমবারের মতো একজন করে মারা গেছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত চার হাজার ২৯৮ জন সে দেশে মাংকিপক্সে আক্রান্ত হয়েছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, তিন হাজার ৭৫০ জন মাংকিপক্স রোগীর মধ্যে ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

স্পেনে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত করে দেখা হয়েছে। তবে এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিস্তারিত জানাতে চাননি।

ব্রাজিলে মাংকিপক্সে ৪১ বছর বয়সী একজন পুরুষের মৃত্যু হয়েছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই ব্যক্তি লিম্ফোমায় ভুগছিলেন। তার রোগ প্রতিরোধ ক্ষমতাও অপেক্ষাকৃত কম ছিল।

বেলো হরিজন্ত শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সূত্র : আলজাজিরা।