নাসিওনালে ফেরা সুয়ারেসকে স্বাগত জানাল হাজার হাজার ভক্ত

জাতীয় তারকা লুইস সুয়ারেসকে শৈশবের ক্লাব নাসিওনালে স্বাগত জানাল হাজার হাজার ভক্ত। ১৭ বছর আগে সেখানেই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ৩৫ বছর বয়সী এই তারকা মন্টিভিডিওর আন্তর্জাতিক বিমান বন্দরে স্থানীয় সময় সকাল ১১টার কয়েক মিনিট আগে যখন অবতরণ করছিলেন তখন আবেগ ও স্নায়ুচাপ তার উপর ভর করেছিল। বিমান বন্দরে পারিবারের সদস্য, বন্ধুমহল, ক্লাব কর্তৃপক্ষ এবং বেশ কিছু তারকা ভক্ত তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বন্ধু ও সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির ব্যক্তিগত বিমানে করে অবতরণের পর আনুষ্ঠানিকভাবে পরিচিত হওয়ার জন্য বিশাল বহরের সঙ্গে নাসিওনাল গ্রিন পার্ক সেন্ট্রাল স্টেডিয়ামের উদ্দেশ্যে বিমান বন্দর ত্যাগ করেন সুয়ারেস। ক্লাবটির সঙ্গে পাঁচ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সুয়ারেস।  এটিকে উরুগুয়ের ফুটবল ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। উরুগুয়েতে ফেরার পর প্রথম সাক্ষাৎকারেই স্থানীয় ভক্তদের ধন্যবাদ জানান সুয়ারেস।

স্থানীয় ডাইরেক টিভিকে সুয়ারেস বলেন, ‘তাদের কারণেই আজ আমি এখানে ফিরে এসেছি। এজন্য সমর্থকদের সাবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ‘ নাসিওনালের ভাষ্যমতে ভক্তদের বানানো ‘সুয়ারেস নাসিওনালে’ হ্যাশট্যাগটি ৩৫টি দেশে ৫০ মিলিয়ন বার ব্যবহার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, সুয়ারেসের চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই নাসিওনালে নতুন নিবন্ধন করেছে ৫ হাজার সদস্য এবং মৌসুমি টিকিট বিক্রিও বেড়ে গেছে।

সুয়ারেস বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটি সঠিক ক্লাব বলেই আমি মনে করি এবং আমার পদক্ষেপটিও যথার্থ। ‘ লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকা উরুগুয়ে জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থ বিশ্বকাপে তিনি খেলতে যাচ্ছেন। ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে নাসিওনালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন সুয়ারেস। পূর্ণ এক মৌসুম সেখানে কাটানোর পর নেদারল্যান্ডের গ্রোনিনগেনে পাড়ি জমান।

এক বছর পর ডাচ চ্যাম্পিয়ন আয়াক্সে যোগ দেন। সেখানে খেলতে গিয়ে লিভারপুলের নজরে পড়েন। অবশেষে সাড়ে তিন বছর ইংল্যান্ডে প্রিমিয়ার লিগে খেলার পর ৮০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেন। কাতালান জায়ান্টদের হয়ে তিনি ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় সময় কাটিয়েছেন। বার্সার হয়ে চারটি লা লিগা ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের কৃতিত্ব দেখান তিনি। ২০২১ সালে আবারো আতলেতিকোর জার্সি গায়ে লা লিগা শিরোপা জয় করেন সুয়ারেস।