নারী ‘ফিনালিসিমায়’ মুখোমুখি ব্রাজিল-ইংল্যান্ড
এবারের নারী কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। আর নারী ইউরোতে জার্মানিকে হারিয়ে ৫৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে ইংল্যান্ড। আরও একটি শিরোপা জয়ের সুযোগ পাচ্ছে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দল। প্রথমবারের মত হতে যাওয়া নারী ‘ফিনালিসিমায়’ মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এবারের লাতিন আমেরিকায় দাপুটে ফুটবল উপহার দিয়েছে ব্রাজিলের মেয়েরা। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত; অপরাজিত থেকে ছন্দময় ফুটবল খেলে শিরোপা জিতেছে তাঁরা। ফাইনালে কলম্বিয়ার বাঁধা পেরিয়ে ১-০ গোলে জিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখে ব্রাজিল।
এদিকে তৃতীয়বারের চেষ্টায় ইউরোর ফাইনাল জয় করেছে ইংল্যান্ডের মেয়েরা। আটবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ নগরে উৎসবের উপলক্ষ এনে দিয়েছে সারিনা ভিগমানের দল।
ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি হবে ইংল্যান্ডের মাটিতে। তবে এখনো দিন-ক্ষণ চূড়ান্ত হয়নি। গত জুনে ছেলেদের ফিনালিসিমায় ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।