ন্যান্সি পেলোসির এশিয়া সফর শুরু, তাইওয়ান নিয়ে ধোঁয়াশা

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং অন্যান্য কংগ্রেস সদস্য সিঙ্গাপুর দিয়ে সফর শুরু করছেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মার্কিন প্রতিনিধিদল দুই দিনের সিঙ্গাপুর সফরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

সোমবার বিকেলে সিঙ্গাপুরে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও ন্যান্সি পেলোসি যোগ দিতে পারেন।

ন্যান্সি এবার তাইওয়ান সফরে যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

এ জন্য তার এ সফর আন্তর্জাতিক মহলের বাড়তি মনোযোগ আকর্ষণ করেছে।

এদিকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে দফায় দফায় হুঁশিয়ারি ও হুমকি দিয়ে আসছে চীন। ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসতে পারেন ভেবেই ওয়াশিংটনকে সতর্কবার্তা দিচ্ছে বেইজিং।  

এসব সতর্কবার্তা ও হুঁশিয়ারির মধ্যেই এশিয়া সফর শুরু করলেন ন্যান্সি পেলোসি। তার কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ন্যান্সি পেলোসি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর শুরু করেছেন। তবে তাইওয়ানের ব্যাপারে ন্যান্সির কার্যালয় থেকে কিছু জানানো হয়নি।  

গত ২৫ বছরের মধ্যে উচ্চ পর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তা তাইওয়ান সফর করেননি। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকলেও তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ওয়াশিংটনের।  

সম্প্রতি টেলিফোনে দুই ঘণ্টার বেশি সময় ধরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ফোনালাপে শি জিনপিং তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টকে বারবার সতর্ক করেছেন; আগুন নিয়ে না খেলার জন্যও হুঁশিয়ারি দিয়েছেন।

ন্যান্সি পেলোসির এই সফরকে কেন্দ্র করে এর আগে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় চিঠি দেওয়ার কথা স্বীকার করেছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।

সূত্র : সিএনএন