গাজীপুরে জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুরে জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় গত ৩০ জুলাই সকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
খবর পেয়ে পুলিশ মহানগরীর গাছা থানা জামায়াতের আমির আব্দুল মোতালিব, সেক্রেটারি আফজাল হোসাইনসহ ৯ জনের নাম উল্লেখসহ এজাহার নামীয় ৩০ জন এবং অজ্ঞাত পরিচয় ২০০-২২০ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে।
একইভাবে পরের দিন গত ৩১ জুলাই রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে জামায়াতে ইসলামী আরো একটি বিক্ষোভ মিছিল করে। আগের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সতর্ক থাকায় ওই মিছিলে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ জামায়াতের আট নেতাকর্মীকে আটক করে।