করোনায় আরও চারজনের মৃত্যু, শনাক্তের হার ৬.৫৩
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৭৫ জনের। শনাক্তের হার ছয় দশমিক ৫৩ শতাংশ।
এ নিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৬ হাজার ৩৬৮ জনের। পাশাপাশি, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯৮ জনে।
বুধবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০২০ সালের ৭ মার্চ দেশে প্রথম তিনজন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর ১৭ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।