ইরানকে ‘অবাস্তব দাবি’ না করার আহ্বান ইউরোপীয় দেশগুলোর

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি শুক্রবার ইরানের প্রতি আহ্বান জানিয়ে বলেছে তারা যেন দ্রুত নতুন করে পারমাণবিক চুক্তি করতে সম্মত হয়। 

ইরানের প্রতি তারা আহ্বান জানিয়েছে, এ চুক্তি করতে যেন কোনো ‘অবাস্তব দাবি’ না করে।

২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। কিন্তু ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে বেরিয়ে যান এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। 

এ চুক্তির শর্ত ছিল ইরান তাদের পারমাণবিক কার্যক্রমের বিস্তার ঘটাতে পারবে না। এর বদলে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 

এখন ইরান নতুন করে চুক্তি করার ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে। সেটি হলো তাদের ইসলামিক রেভ্যুলেশন গার্ডকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে হবে। 

এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র রাজি হচ্ছে না। অন্যদিকে ইরান কোনো ছাড় না দেওয়ার মনোভাব দেখাচ্ছে।

এদিকে যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, নতুন করে চুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না। এখন ইরানকে সিদ্ধান্ত নিতে হবে এবং বিষয়টি শেষ করতে হবে। 

সূত্র: আরব নিউজ