মিসরে জনপ্রিয় বেলি ড্যান্সারের ৩ বছরের কারাদণ্ড

মিসরের জনপ্রিয় বেলি ড্যান্সার সামা আল-মাসরিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ মিসরীয় পাউন্ড (১৮ হাজার ৫০০ ডলার) জরিমানাও করা হয়েছে। সামাজিক গণমাধ্যমে যৌন উত্তেজক পোস্ট দিয়ে যুব সমাজকে ধর্ষণসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে ‘প্ররোচিত’ করার অভিযোগে তাকে এই দণ্ড দেয়া হয়। খবর আল জাজিরার।

আল-মাসরিকে গ্রেপ্তার করা হয় মাস তিনেক আগে, এপ্রিলে। তার বিরুদ্ধে টিকটকসহ বিভিন্ন মাধ্যমে যৌনউত্তেজনামূলক পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগ এনে তদন্তে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারি উকিলরা তার কর্মকাণ্ডকে অনৈতিক ও সমাজের জন্য ক্ষতিকর বলে বিবেচনা করেন।

৪২ বছরের আল মাসরি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফোন থেকে এসব ছবি চুরি করে তার নামে পোস্ট করা হয়েছে।

কায়রোর অর্থনৈতিক আদালত শনিবার দেয়া রায়ে বলেছে, আল-মাসরি মিসরের পারিবারিক নীতি ও মূল্যবোধ লঙ্ঘন করেছেন। পাশাপাশি ‘অনৈতিক’ উদ্দেশ্যে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

আল-মাসরিসহ টিকটকে অংশগ্রহণকারী অন্য মহিলাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সংসদ সদস্য জন তালাত বলেন, স্বাধীনতা ও প্রতারণার মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *