আমির খানকে সমর্থন তসলিমার

বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুভিটি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ করার অভিযোগে মুক্তির অপেক্ষায় থাকা মুভিটি বয়কটের ডাক দেওয়া হচ্ছে সোশ্যাল সাইটে। এমন সময় আমির খানের পাশে দাঁড়িয়ে তসলিমা নাসরিন বললেন, তিনি কোনো মুভি নিষিদ্ধের পক্ষে নন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আজ শুক্রবার তসলিমা লিখেছেন, ‘আমি রাজনীতিটা আজ পর্যন্ত বুঝতে পারি না।

টুইটারে আমির খানের নতুন ছবির বয়কট স্লোগান চলছে। যেহেতু শিল্প সাহিত্যের ব্যান, সেন্সরশিপ, বয়কটে আমি বিশ্বাস করি না। তাই বলেছি এইসব স্লোগানের কারণে ছবিটা সম্পর্কে উৎসাহ জাগছে, ছবিটা দেখবো আমি। ‘ 

kalerkantho

আমির খানকে সমর্থনের কারণে ভার্চুয়াল আক্রমণের শিকার হতে হয়েছে বলেও জানান তসলিমা। তিনি আরও লিখেছেন, ‘অমনি জঘন্য সব গালাগালি শুরু হয়ে গেল। আমাদের দেশ ছেড়ে চলে যা বিশ্বাসঘাতকিনী। ইত্যাদি…। এইসব গালাগালি শুনলে মনে হয় মুসলমানের দেশে আছি, যে দেশে জন্মেছি সে দেশে। মন খারাপ হয়ে যায়। ‘

উল্লেখ্য, হলিউড মুভি ‘ফরেস্ট গাম্প’ এর গল্প অবলম্বনে হিন্দিতে তৈরি হয়েছে ‘লাল সিং চাড্ডা’। হলিউড মুভিটিতে অভিনয় করেছিলেন টম হ্যাংকস। এই ছবির হিন্দি সংস্করণে আমির খানের সঙ্গী হয়েছেন কারিনা কাপুর। ‘থ্রি-ইডিয়টসে’ আমির-করিনা জুটিকে দর্শক বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এবার ‘লাল সিং চাড্ডা’তেও কি তেমন কিছু হবে?