এ মুহূর্তে পুতিন-জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা কতটুকু জানালেন দিমিত্রি পেসকোভ

গত শুক্রবার রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে যান তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান। সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন তার্কিস প্রেসিডেন্ট। 

এ বৈঠক শেষে নতুন করে এরদোগান জানান, তিনি পুতিনকে বলেছেন, তিনি যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে চান তাহলে তুরস্ক সব ব্যবস্থা করবে এবং তুরস্কেই বৈঠকের আয়োজন করা হবে। 

এরদোগানের এ প্রস্তাবের ব্যাপারে সোমবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভকে প্রশ্ন করা হয়।

এর জবাবে দিমিত্রি পেসকোভ জানান, এখন জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

তিনি বলেছেন, পুতিন-জেলেনস্কি বৈঠক তখনই হবে যখন দুই দেশের প্রতিনিধিরা তাদের ‘হোম ওয়ার্ক’ (শান্তি চুক্তির একটি ভিত্তি স্থাপন করা) শেষ করবেন।

দিমিত্রি পেসকোভ আরও বলেন, এটিই নেই। তার মানে বৈঠক হওয়ার কোনো কারণ নেই। 

দিমিত্রি পেসকোভ দাবি করেছেন, আলোচনার ‘রাডার’ থেকে দূরে সরে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। 

এদিকে বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কোনো ধরনের শান্তি আলোচনা হচ্ছে না। এর জন্য একে অপরকে দায়ী করে রাশিয়া ও ইউক্রেন। 

সূত্র: আল জাজিরা