করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যারা করোনা মহামারির শুরুতে নানা শঙ্কা-আশঙ্কার কথা বলে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়িয়েছিল তারাই এখন করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা করোনার শুরুতে বলেছিল, বাংলাদেশের রাস্তায় লাশ পড়ে থাকবে, অনাহারে-অর্ধাহারে মানুষ মারা যাবে। তাদের সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। করোনা মোকাবেলায় এ উপমহাদেশে আমরা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলায় সক্ষমতার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ২০তম।
শুক্রবার দুপুরে রংপুর বিটিভি উপকেন্দ্র পরিদর্শনে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার টিকা নিয়ে কোনো শঙ্কা নেই। টিকা চুক্তি অনুযায়ী যথাসময়ে আসবে। একটি ভুল সংবাদের ভিত্তিতে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেরাম ইন্সটিটিউট গণমাধ্যমে বিবৃতি দিয়ে বিষয়টি নিষ্পত্তি করেছে। এছাড়া ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও নিশ্চিত করেছেন, চুক্তি অনুযায়ী যথা সময়ে করোনা টিকা পাবে বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম উন্নত দেশের চেয়েও স্বাধীন। তারা যে পরিমান স্বাধীনতা ভোগ করে এবং স্বাধীনভাবে কাজ করে সেই পরিমাণ স্বাধীনতা উন্নত দেশেও নেই। গণমাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ পরিবেশিত হলে সরকার ও রাষ্ট্রের পক্ষে ব্যবস্থা নেওয়া সহজ হয়। তবে কোনো সময় কাউকে নিগৃহীত করার উদ্দেশ্যে অসত্য বা ভুল সংবাদ প্রচার করা সমীচিন নয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আর কোনো সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে এবং তা আমাদের নজরে এলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।’
হাছান মাহমুদ বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম ছাড়া ৬টি বিভাগীয় শহরে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন করবে সরকার। আগামী ২ থেকে আড়াই বছরের মধ্যে রংপুর কেন্দ্র থেকে আনুষ্ঠান সম্প্রচারিত শুরু হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শহিদুল্লাহ্ কাওসার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা প্রমুখ।